শিলিগুড়ি ইসকন মন্দিরে চুরি, ঘটনায় ভক্তিনগর থানার পুলিশ

তিনটি দান বাক্স ভেঙে প্রচুর নগদ টাকা চুরি করে এক দুষ্কৃতী। গত ২৯ তারিখ রাতে এই চুরির ঘটনা ঘটে। গোটা চুরির ঘটনাটি বন্দি হয় সিসিটিভি ক্যামেরায়। ৩০ তারিখ সকালে শিলিগুড়ি ইসকন মন্দিরের সাধুদের নজরে আসে বিষয়টি। এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ি ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ইসকন মন্দিরের তরফে।

পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশকে। এরপর বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে দুষ্কৃতিকে চিহ্নিত করার চেষ্টা চালায় ভক্তিনগর থানার পুলিস। অবশেষে পুলিশ জানতে পারে দুষ্কৃতির নাম সম্রাট দাস। অভিযুক্তের বাড়ি শিলিগুড়ির ঘোগোমালি এলাকায়।

এরপর ভক্তিনগর থানার পুলিশ গতকাল রাতে গ্রেফতার করে অভিযুক্ত সম্রাট দাসকে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় ৫৬৬৪০ টাকা। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে পুনরায় রিমান্ডে নেবে ভক্তিনগর থানার পুলিশ।