মাঝে বাকি আর তিনদিন, তাও কয়েক লক্ষ্য ফর্ম রয়েছে আন কালেক্টেড

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আগামী ৪ তারিখ এসআইআর এর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ।

তবে ভোটার তালিকায় সংশোধনী প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই নানান প্রশ্ন, অভিযোগ উঠছে। অ্যাপে ফর্ম ডিজিটাইজেশনের সমস্যা বড় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই এসআইআর সংক্রান্ত বেশ কিছু তথ্য সামনে এনেছে নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, ২৭ লক্ষ ৭১ হাজার ফর্ম আন কালেক্টেড রয়েছে। এর মধ্যে মোট ১৫ লক্ষ ৫৩ হাজার ভোটার মৃত বলে জানা গিয়েছে। এদিকে ২ লক্ষ ৬১ হাজার ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। ৮ লক্ষ ৮৮ হাজার ভোটার স্থানান্তরিত হয়েছে। ডবল এন্ট্রি রয়েছে ৫৮ হাজার ১৬৪ হাজার ভোটারের।