বদল হলো বেশ কিছু নিয়মের ক্ষেত্রে

চলতি মাসের শুরু থেকেই শুরু হয়েছে পুজোর মরশুম। এদিকে, সেপ্টেম্বরের শুরু থেকেই একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে ঘটতে চলেছে পরিবর্তন। যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। এখনও পর্যন্ত শুধুমাত্র সোনার ক্ষেত্রে হলমার্কিং বাধ্যতামূলক ছিল। কিন্তু সরকার রুপোর ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর করতে চলেছে।

ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড ব্যবহারকারীদের নতুন নিয়ম অনুসরণ করতে হবে। যদি অটো-ডেবিট ব্যর্থ হয়, সেক্ষেত্রে ২ শতাংশ জরিমানা আরোপ করা হবে। পাশাপাশি, আন্তর্জাতিক লেনদেন এবং জ্বালানি ক্রয়ের ক্ষেত্রেও আরও চার্জ দিতে হবে। অনলাইন কেনাকাটার জন্য প্রাপ্ত রিওয়ার্ড পয়েন্টের মূল্যও হ্রাস পেতে পারে। একাধিক ব্যাঙ্ক সেপ্টেম্বর থেকে ATM-এ লেনদেনের জন্য নতুন নিয়ম বাস্তবায়ন করছে।

এক্ষেত্রে নির্ধারিত লিমিটের বেশি টাকা তোলা হলে গ্রাহকদের উচ্চ চার্জ দিতে হবে। আসলে, ব্যাঙ্কিং সেক্টরের মনোযোগ এখন ডিজিটাল লেনদেনের প্রচারের ওপর রয়েছে। তাই প্রয়োজন না হলে বারবার ATM থেকে টাকা না তোলাই শ্রেয়।