মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার একাধিক জেলার সংগঠনে রদবদলের ঘোষণা করা হয়েছে। বীরভূমে যেমন জেলা সভাপতি পদ তুলে দিয়ে ৯ সদস্যের কোর কমিটির ওপর আস্থা রেখেছে দল। উত্তর কলকাতার সংগঠনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
সেগুলির রেশ পুরোপুরি কাটার আগেই ফের সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদল করল রাজ্যের শাসকদল। তৃণমূলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উত্তর ২৪ পরগণার বারাসাত জেলার চেয়ারপার্সন ও জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে।
সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য মাদার কমিটির নতুন সহ সভাপতি ও জেনারেল সেক্রেটারির নামও জানিয়েছে জোড়াফুল শিবির। বলা হয়েছে, বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন হচ্ছেন সব্যসাচী দত্ত। জেলা সভাপতি পদে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেই সঙ্গেই রাজ্য মাদার কমিটির নয়া সহ সভাপতি হলেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক শংকর মালাকার এবং জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে কাসেম সিদ্দিকীকে।
