আর কোনো নিষেধাজ্ঞা রইলো না এই ছবির ওপর

সম্প্রতি এক ছবি নিয়ে উঠেছে বিতর্কের ঝড়, ছবির নাম ‘দ্য কেরালা স্টোরি’। গোটা দেশে এই সিনেমার কাহিনী নিয়ে শোরগোল। গত সপ্তাহেই বাংলায় এই ছবি একেবারে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্ট। আর সেই মামলার শুনানিতেই জোর ধাক্কা রাজ্য সরকারের।

দ্য কেরালা স্টোরিতে রাজ্যের নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। ৮ মে দ্য কেরালা স্টোরির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার । তবে রাজ্যের সেই যুক্তি একেবারেই খারিজ করে দিল শীর্ষ আদালত। এই ছবিতে রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ মতো বাংলায় এবার দ্য কেরালা স্টোরি প্রদর্শনে আপাতত রইল না কোনও বাধা।

এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন,” আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারেরই। পশ্চিমবঙ্গ সরকারের ব্যানের নির্দেশের কোনও যৌক্তিকতা নেই। ভাবনার ভিত্তিতে মৌলিক অধিকার খারিজ করা যায় না।”