বাড়ি বা দোকানে নয়, মন্দিরে এবার থাবা বসালো চোর

নিজের পাড়াতেই চুরি। ২৪ ঘন্টার মধ্যেই চোরকে ধরল আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ। শিলিগুড়ি শহরে কখনো চুরির ঘটনা, কখনো বা ছিনতাইয়ের ঘটনা। এই নিয়ে সরগরম হয়ে রয়েছে আপাতত শিলিগুড়ির পরিস্থিতি। এরইমাঝে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশের বড় সাফল্য।

মাঝরাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে চোরকে গ্রেফতার করল আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ।  অভিযুক্তের নাম রঞ্জন দাস ওরফে ভুলন। বাড়ি পূর্ব চয়ন পাড়া এলাকাতেই। জানা গিয়েছে, পূর্বচয়ন পাড়ারই একটি শিবমন্দিরে গত ১৩ই ডিসেম্বর রাতে চুরির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে মন্দিরে চূঁড়া চুরি করে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর চুরি করা সামগ্রী সমস্তটা বাড়িতেই লুকিয়ে রেখেছিল।

১৪ তারিখ ঘটনা সামনে আসতেই মন্দির কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করে আশিঘর ফাঁড়িতে। ঘটনার তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই মেলে সাফল্য। পাকড়াও করা হয় রঞ্জনকে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে চুরি করা সমস্ত জিনিস উদ্ধার করা হয়। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।