রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার আবার উত্তরপ্রদেশ বাসীর জন্য ধামাকা উপহার দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আমজনতার জন্য ‘বিজলি বিল রাহত যোজনা’ প্রকল্পের ঘোষণা করলেন তিনি। জানা যাচ্ছে, রাজ্যবাসীর বিদ্যুৎ বিলের বোঝা কমিয়ে আনতেই এই প্রকল্পের রূপায়ণ। বিদ্যুতের বকেয়া বিলের উপরে ১০০ শতাংশ সুদ ও সারচার্জ মকুব করার উদ্যোগ এই প্রথম। মূল বকেয়াতেও ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
যেমনটা জানা যাচ্ছে, ২ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ সংযোগ থাকা ছোট গার্হস্থ্য গ্রাহক এবং ১ কিলোওয়াট পর্যন্ত বাণিজ্যিক গ্রাহকরা পাবেন এই প্রকল্পের সুবিধা। কিস্তিতে বিল পরিশোধের সুবিধা এবং গড় ভিত্তিতে বিল সামঞ্জস্য করার ব্যবস্থা থাকছে এই প্রকল্পে। ফলে গ্রাহকরা আর্থিক দিক থেকে বড়সড় স্বস্তি পেতে চলেছেন।
