রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের সুবিধা বাড়াতে এবং শেষ মুহূর্তের বুকিংয়ে বেআইনি দালালচক্রের প্রভাব কমাতে এবার রিজার্ভেশন কাউন্টারে ওটিপি-ভিত্তিক তৎকাল টিকিট বুকিং ব্যবস্থা চালু করতে চলেছে রেল।
আগামী কয়েক দিনের মধ্যেই দেশের প্রায় সব স্টেশনে এই নতুন বিধি কার্যকর করা হবে। রেলমন্ত্রক জানিয়েছে, যাত্রীরা কাউন্টারে তৎকাল টিকিট কাটার সময় একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে পারবেন এবং সেই নম্বরে পাঠানো ওটিপি যাচাই করেই টিকিট ইস্যু করা হবে।
ওটিপি-ভিত্তিক বুকিং ব্যবস্থার পথে হাঁটে রেলমন্ত্রক। প্রথমে কয়েকটি নির্বাচিত ট্রেনে পাইলট প্রকল্প হিসেবে এই পদ্ধতি চালু করা হয়। অল্প সময়ের মধ্যেই ওই পাইলট প্রকল্পে অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া মেলে। রেলকর্তারা নিশ্চিত হয়েছেন যে কাউন্টারে ওটিপি যাচাইয়ের এই কৌশল ভবিষ্যতে তৎকাল বুকিংয়ের ক্ষেত্রেই নিয়ম হয়ে উঠতে পারে। ধাপে ধাপে দেশের সমস্ত ট্রেনেই ওটিপি-ভিত্তিক তৎকাল বুকিং বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
