এবার আরও এক বন্দে ভারত পেলো বঙ্গ

0 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল নিত্য নতুন ভাবনাচিন্তা করছে। এবার পশ্চিমবঙ্গের নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস রুট চালু হতে চলেছে খুব শিগগিরই।

এবার হাওড়ায় এসে পৌঁছাল আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। ওই বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা ১৬। পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে, কোন নতুন রুটে চলবে না এই বন্দে ভারত এক্সপ্রেসটি। ওই বন্দে ভারত এক্সপ্রেসের রেক আনা হয়েছে অতিরিক্ত রেক হিসেবে রাখার জন্য। অর্থাৎ যখন যে রুটে প্রয়োজন হবে, তখন সেই রুটে ওই অতিরিক্ত রেক ব্যবহার করা হবে।

এতদিন হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেসের কোনও বাড়তি রেক ছিল না। সেই পরিস্থিতিতে কোনও বন্দে ভারত এক্সপ্রেসে কোনও যান্ত্রিক ত্রুটি হলে রেলকে বিকল্প ব্যবস্থা করতে হত। সেক্ষেত্রে যাত্রীরাও হতাশ হয়ে পড়তেন। এবার সেই সমস্যা হবে না বলে আশাবাদী রেল।

You May Also Like