বড় স্বস্তি পেল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। ৩১৮ দিনের ধর্না সার্থক। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে কাউন্সিলিংয়ের নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) চাইলে কাউন্সিলিং শুরু করতে পারবে। কোন শিক্ষক কোন স্কুলে চাকরি করবেন সেই প্রক্রিয়াও শুরু করতে পারবে কমিশন। তবে এখনও চাকরির সুপারিশপত্র দেওয়ার নির্দেশ দেয়নি আদালত।

আদালতের সিদ্ধান্তে খুশি আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। পরবর্তী শুনানি আগামী ২৮ অক্টোবর। সুপারিশপত্র দেওয়ার নির্দেশও সেদিনই দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ২৮ অক্টোবর নিয়োগ সংক্রান্ত আপডেট এসএসসিকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

You May Also Like