এবার দিল্লির উচ্চতর কোর্টে গেলেন রুজিরা

এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ কয়লাকাণ্ডে পাতিয়ালা হাউস কোর্টে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি৷ আবেদনে রুজিরা জানিয়েছেন যে, কোনও মহিলাকে অন্য রাজ্য থেকে তলব করার আগে তদন্ত করতে হয়৷ এক্ষেত্রে সেটা করা হয়নি৷ এই পিটিশনে পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়েছেন তিনি৷ এক্ষেত্রে বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়েছে৷

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের দাবি, আইন বলছে রাজ্যের বাইরে থেকে কোনও মহিলাকে সমন পাঠানো হলে প্রথমে তদন্ত করতে হয়৷ তদন্ত করে দেখে নিতে হয় ওই মহিলার কোনও অসুবিধা রয়েছে কিনা৷ এর পরেই কিন্তু তলব করা যায়৷ এক্ষেত্রে সেই নিয়ম মানেনি ইডি৷

দ্বিতীয়ত বলা হয়েছে, যখনই ইডি-র তদন্তকারী অফিসাররা তাঁকে কয়লা পাচার কাণ্ডে তলব করেছে তখনই আইন মেনে তদন্তকারীদের ইমেল করেছেন এবং সমস্ত তথ্য জানিয়েছেন৷ তদন্তে সব রকম সহযোগিতা করেছেন৷ এমনকী পাতিয়ালা হাউস কোর্টেও শুনানি চলার সময় তিনি ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজির হয়েছিলেন৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, তাঁর দুটি শিশু সন্তান রয়েছে৷ করোনা আবহে তাঁদের ফেল যাওয়া সম্ভব নয়৷

প্রসঙ্গত, ১২ অক্টোবর রুজিরাকে সশরীরে হাজিরা দিতেই হবে, এমনই নির্দেশ দিয়েছিল পাতিয়ালা হাউস কোর্ট৷ ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে রুজিরার পিটিশন ফাইল হয়েছে৷ দুই-এক দিনের মধ্যেই সেই পিটিশনের উপর শুনানি হবে৷