এবার অভিযোগ শুনবে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী

1 min read

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে সাধারণ মানুষের অভাব অভিযোগ দূর করতে এবার আরো সচেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফোনের মাধ্যমে সরাসরি জনগণ তাদের বক্তব্য জানাতে পারবেন মুখ্যমন্ত্রীকে।

এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসাধারণের অভাব অভিযোগ শোনার জন্য চালু করা হয়েছিল ‘দিদিকে বলো।’ এবার সেই ধাঁচে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হলো ‘সরাসরি মুখ্যমন্ত্রী।’ ফোনের মাধ্যমে যেকোনও প্রান্ত থেকে যে কেউ যেকোনো ধরনের অভিযোগ জানাতে পারবেন এই কর্মসূচির মাধ্যমে।

সূচনার পর মমতা বলেন, “আগে দলের পক্ষ থেকে এই ধাঁচে ‘দিদিকে বলো’ কর্মসূচি লঞ্চ করেছিলাম আমরা। তবে এই কর্মসূচি দলের নয়, রাজ্য সরকারের। আমাকে অনেকে মেল, চিঠিতে অভিযোগ জানাতেন। এবার থেকে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।” এবার থেকে ৯১৩৭০ ৯১৩৭০ নম্বরে ফোন করে যে কোনও ধরনের অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

You May Also Like