SIR এর গেরোয় এবার অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধারা !

সকাল থেকেই নথি নিয়ে হাজির শুনানি কেন্দ্রে,আতঙ্কে চোখের জল বাঁধ মানছেনা অনেকেরই,তমলুকের চিত্র, চলছে লজিক্যাল ডিস্ক্রিপেন্সির কাজ! তমলুকে শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ৫৫ জনের নামের ভুল থাকার কারণে বা ২০০২ এর লিস্টের সাথে লিংক না পাওয়ার কারণে বিশেষ স্কুটিনি চলছে ব্লক অফিসে।

কারো নাম ভুল কারো আবার ২০০২ সালের ভোটার লিস্টের নাম না থাকার কারণে ডাক পেয়েছেন। অসুস্থ শরীর নিয়ে সমস্ত সঠিক পরিচয় পত্র সঙ্গে নিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লক অফিসে এসেছেন।এক বৃদ্ধা সনকা দাস,বয়স  ৭৫ পেরিয়েছেন, আতঙ্কে চোখের জল দেখা গেল ব্লক অফিসের সামনে।

স্বামী পুত্র সন্তান হারিয়ে থাকেন মেয়ের কাছে,হাঁটতে পারেন না ঠিক মতো,তবুও SIR এর গেরোয় পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখা গেলো শুনানিতে।আতঙ্কে তার চোখে জল! একই আতঙ্ক শ্রীকৃষ্ণ ঘড়া থেকে শুরু করে অন্যান্যদের মধ্যেও।