দিনহাটায় এবার দুর্গা পূজার বিশেষ আকর্ষণ “স্পেস স্টেশন”         

এবছর দর্শনার্থীদের এমন একটি মণ্ডপ উপহার দিতে চলেছে দিনহাটার থানাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এবছর তাদের পুজো ৬৩ বছরে পা দিতে চলেছে। প্রতিবছর তারা নিজেদের মণ্ডপে ব্যতিক্রমী কোনও ভাবনাকে ফুটিয়ে তোলেন। এবছর তার অন্যথা হবে না বলে আশাবাদী পূজা কমিটি। তারা মহাকাশ গবেষণা ও দুর্গোৎসব এই দুইয়ের মেলবন্ধনে মণ্ডপ সাজিয়ে তুলছেন।

এই মণ্ডপে এসে বিজ্ঞানের জানলায় উঁকি দেওয়ার সুযোগ পাবে ছোট থেকে বড় সকলেই।  বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর হাতে গোনা কয়েকটি দিনের অপেক্ষা। মণ্ডপে মন্ডপে ব্যস্ততা তুঙ্গে। দিনহাটার সেরা পুজো গুলির মধ্যে অন্যতম থানাপাড়ার দুর্গাপূজা। অন্যান্য বছরের মত এবারও দর্শনার্থীদের চমক দিতে তৈরি হচ্ছে এই পূজা কমিটি। 

দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সাবির সাহা চৌধুরীর কথায়, ‘শুধু বিনোদন নয় আমাদের উদ্দেশ্য পুজোয় ঠাকুর দেখতে এসে বাচ্চারা যাতে কিছু শিখতে পারে। সেই চিন্তাভাবনাকে মাথায় রেখে এবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে।’ তিনি আরও জানান, তাঁদের পুজোয় এবার ভক্তি, আনন্দ ও বিজ্ঞানের মেলবন্ধন ঘটবে। এবছর তাঁদের পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা।