জাল পাসপোর্ট কান্ডে ইডির হানায় আটক তিন

আজ সকালে নদিয়ার চাকদহ থানার দুবড়া গ্রাম পঞ্চায়েতের পরারি গ্রামে হানা দেয় ইডি-র একটি বিশেষ দল। মোট ১১ জন আধিকারিক, যার মধ্যে একজন মহিলা ছিলেন, এই অভিযানে অংশ নেন, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী সহ মোট চারটি গাড়ি। সূত্রের খবর, জাল পাসপোর্ট কাণ্ডে ইন্দু ভূষণ হালদার নামে এক ব্যক্তিকে আগেই গ্রেফতার করেছিল ইডি।

তার জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আজ তিনজনের বাড়িতে তল্লাশি চালানো হয়। আটক হওয়া তিনজন হলেন বিনন্দ সরকার, বিপুল সরকার ও বিপ্লব সরকার। তাদের মধ্যে একজন রাজমিস্ত্রি ও একজন কাঠমিস্ত্রি বলে জানা গেছে। সোমবার ভোর ছটা নাগাদ ইডি আধিকারিকেরা তাদের বাড়ি থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

প্রায় চার ঘণ্টা ধরে চলে সেই জিজ্ঞাসাবাদ। এরপরই তিনজনকেই আটক করে নিয়ে যায় ইডি। হঠাৎ এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।