বিএসএফএর ৯৭নং ব্যাটালিয়ান সহ ধর্মনগর থানার পুলিশ যৌথভাবে ধর্মনগর থানার অধীন ভারত বাংলা সীমান্ত রাগনা এলাকায় দীর্ঘদিন ধরে স্পেশাল ডাইভ সহ পেট্রোলিং চালিয়ে যাচ্ছিল। তারই অঙ্গ হিসাবে এই সাফল্য উঠে আসে। আজ সকাল সাতটা নাগাদ রাগনা বিওপির ৯৭ নং ব্যাটালিয়ানের জওয়ানরা এক বাংলাদেশী নাগরিক সহ তিনজন ভারতীয় নাগরিককে আটক করে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।
ধর্মনগর থানা পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গ্রেফতার করে জেলা আদালতে প্রেরণ করে। তারা হল যথাক্রমে বাংলাদেশী নাগরিক হেপি দেব(২০) পিতা রামানন্দ পাল বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন বাঁশিপুর এলাকায়। ভারতীয় নাগরিক যার বাড়ি ভারত বাংলা সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় কাঁটাতারের ওপারে ধর্মনগর থানাধীন ইয়াকুবনগর জলাবস্তি এলাকার বাসিন্দা আলমাস মিয়া (৫১) পিতা মৃত আব্দুল খালেক।
ভারতীয় নাগরিক অঞ্জনা দাস (৪৫) স্বামী মৃত গোপাল দাস বাড়ি ধর্মনগর থানার অধীন ইয়াকুবনগর ইছাইপুর এলাকায়। অপরজন ভারতীয় নাগরিক কৃষ্ণ চন্দ্র দেব (২৬) পিতা রবীন্দ্র চন্দ্র দেব বাড়ি ধর্মনগর থানার অধীন বড়ুয়াকান্দি এলাকায়।