দুর্গাপুজোর আগে মহানগরের গণপরিবহণে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে একসঙ্গে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হবে। এর মধ্যে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ সাথে একটি সম্পূর্ণ নতুন রুট। ফলে কলকাতার মেট্রো মানচিত্রে আসছে আমূল পরিবর্তন।
প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেন
গ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর V), এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪৫ কিমি অংশ চালু হওয়ার ফলে নিরবচ্ছিন্ন পরিষেবা সম্ভব হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাওড়া থেকে মাত্র ১১ মিনিটে শিয়ালদহ ও আধ ঘণ্টায় সেক্টর V পৌঁছনো যাবে।
অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া–বিমানবন্দর, ভায়া নিউ টাউন): রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত নতুন ৪.৪ কিমি সম্প্রসারণ চালু হবে। ফলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা যেতে সর্বোচ্চ আধ ঘণ্টা সময় লাগবে।
ইয়েলো লাইন (নোয়াপাড়া–বারাসত): নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ৬.৭৭ কিমি নতুন অংশ উদ্বোধন হবে। এর ফলে কলকাতা শহরের কেন্দ্র থেকে বিমানবন্দর পৌঁছনো যাবে মাত্র আধ ঘণ্টায়।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, নতুন এই সংযোজনগুলির ফলে কলকাতা মেট্রোয় প্রতিদিন যাত্রীর সংখ্যা ৭ লক্ষ থেকে বেড়ে ৯ লক্ষ ছাড়াবে। শহরের দুই প্রধান রেলস্টেশন হাওড়া ও শিয়ালদহের সঙ্গে সরাসরি মেট্রো সংযোগ তৈরি হওয়ায় বিপুল যাত্রীর উপকার হবে।
গত কয়েক বছর ধরে আটকে থাকা এসপ্ল্যানেড–শিয়ালদহ অংশ আজ চালু হতে চলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহরবাসী। বাইপাস ধরে নিয়মিত যাতায়াত করা অসংখ্য মানুষও অরেঞ্জ লাইনের সম্প্রসারণে উপকৃত হবেন। অন্যদিকে, বিমানবন্দরের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হওয়ায় দেশ-বিদেশ থেকে আগত যাত্রীদের জন্যও সহজ হবে শহরে পৌঁছনো।
কলকাতার পরিবহণ ব্যবস্থায় এ এক বড় মাইলফলক, যা গণপরিবহণে নতুন গতি আনবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
