মিরিক রোডে ভ*য়াবহ আ*গুনে ছা*ই তিন দোকান, অল্পের জন্য রক্ষা

মিরিক রোডের পাসকেলগুড়ি এলাকায় সোমবার ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। হঠাৎই তীব্র কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। তারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন ও সঙ্গে সঙ্গে খবর দেন দমকলকে।

অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও মাটিগাড়া থানার পুলিশ। দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় সূত্রে প্রাথমিক অনুমান, দোকানগুলোর পিছনে জমে থাকা আবর্জনার স্তুপে থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তিনটি দোকানে—একটি ইলেকট্রনিক্সের দোকান, একটি সোফার দোকান ও আরেকটি ইন্টেরিয়র ডিজাইনের দোকান।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও কোনো হতাহতের খবর মেলেনি, তবে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।