এক মণ্ডপেই তিন শ্রীক্ষেত্র, জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ শিলিগুড়ির কলেজপাড়ায়

কলকাতা – চন্দননগরের লাইট থিম থেকে এবার সরাসরি ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরের পবিত্র শব্দধারায় প্রবাহিত হল শিলিগুড়ি কলেজপাড়া জগদ্ধাত্রী পুজো। এবারের পুজোর মূল আকর্ষণে যুক্ত হয়েছে পুরী ধাঁচের লাইভ ঘন্টা, কাঁসা ও শঙ্খবাদকের দল, যা ইতিমধ্যেই শিলিগুড়ির দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে।

কলেজপাড়া পুজো কমিটির সম্পাদক সৌরভ ভাস্কর জানান, “এবারের পুজোর পঞ্চম তম বর্ষে দর্শনার্থীরা পুজো চাক্ষুষ করার পাশাপাশি যাতে কান ও হৃদয় দিয়েও পুজো অনুভব করতে পারেন সেই ভাবনাতেই পুরীর মন্দির ঐতিহ্যের সাউন্ড লাইভ আনা হয়েছে।”

এমন আধ্যাত্মিক আবেশের মধ্যে তৈরি হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভিত্তিক ভারতভ্রমণ থিম — প্যান্ডেলের প্রতিটি কোণ যেন একেকটি পুণ্যক্ষেত্র। নির্বিঘ্ন আলোকসজ্জা, দেবালয়ের স্টাইলের সাউন্ড, আর তার কেন্দ্রে দাঁড়িয়ে ২১ ফুটের চন্দননগর স্টাইলের দেবীমূর্তি — যেন উত্তরবঙ্গেই সদ্য সাকার হল চন্দননগর -পুরী- কাশীর একত্রিত অনুভব।

উৎসবের আবহ এখন তুঙ্গে — প্রশাসন ও স্বেচ্ছাসেবকরাও প্রস্তুত নিরাপত্তা সামলাতে।