মায়ের হাতে শ্বাসরোধে মৃত্যু হল তিন বছরের এক শিশুকন্যার। অভিযোগ, নিজের সন্তানকেই শ্বাসরোধ করে হত্যা করে মা মোমিনা বিবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মোমিনা বিবির স্বামীর সঙ্গে তীব্র বিবাদের জেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। স্বামী বাড়ি ছাড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর মোমিনার ছোট ছেলে আতঙ্কিত হয়ে প্রতিবেশীদের জানান, “মা ঘরে কিছু একটা করছে।”
প্রতিবেশীরা তৎপর হয়ে ঘরে ঢুকে দেখেন, মোমিনা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। এরপর ঘরের এক কোণে কাপড়ে ঢাকা অবস্থায় উদ্ধার হয় তিন বছরের কন্যাসন্তানের নিথর দেহ।
পরে পুলিশ এসে অভিযুক্ত মোমিনাকে আটক করে সাহেবগঞ্জ থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, মা নিজের সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছে।
ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে ও মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ধরনের ঘটনা আবারও মনে করিয়ে দিল, পারিবারিক অশান্তি কখনও কখনও কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে।
