বারে বারে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়ায় উচ্ছ্বসিত পর্যটকের দল। এর ফলে আতঙ্ক থাকলেও সুন্দরবনের প্রতি বাড়ছে পর্যটকদের আকর্ষণ। গত মঙ্গলবার, বারুইপুর পূর্ব বিধানসভার ধোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর থেকে মোট ২৪ জনের একটি পর্যটক দল কুলতলীর কৈখালী থেকে বনদপ্তরের বৈধ পাস নিয়ে ‘এমবি মা মঙ্গলচন্ডী’ নামক নৌকায় করে কলস ক্যাম্পের দিকে রওনা হয়।
বাড়ি ফেরার পথে, বিশালক্ষী খালের ধারে একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখে আনন্দিত হন পর্যটকরা। কোনো রকম বিলম্ব না করে নিজেদের ক্যামেরায় সেই বিরল দৃশ্য বন্দি করে ফেলেন তারা। বাঘের পাশাপাশি কুমির দেখেও উৎফুল্ল হন পর্যটকরা। নৌকার মাঝি চন্দন নস্কর জানান, গতকাল এবং তার আগের দিনও একাধিক জায়গায় বাঘ দেখা গিয়েছে।
পর্যটকদের এই উৎসাহে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজনও নতুন করে আশার আলো দেখছেন। যদিও সাইক্লোন এবং লোকালয়ে বাঘের আনাগোনার আতঙ্ক রয়েছে, তবুও ঘন ঘন বাঘের দর্শন মেলায় সুন্দরবনে আসা পর্যটকদের ভিড় ক্রমশই বাড়বে বলে আশা করছেন তারা। এক পর্যটকের কথায়, এই শীতের শুরুতে সুন্দরবন ভ্রমণে এসে বাঘ ও কুমির দেখে তারা মোটেই নিরাশ হননি।
