বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে কলকাতায় জোরদার নিরাপত্তা

দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে বড়দিন ও নিউ ইয়ার উদ্‌যাপন ঘিরে কলকাতা শহরেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, উৎসবের সময় শহরজুড়ে প্রায় ২০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবেন নিরাপত্তার দায়িত্বে।

গোটা কলকাতা শহরেই পুলিশের বিশেষ নজরদারি চলবে। তবে প্রতি বছরের মতো এবারও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে পার্ক স্ট্রিট এলাকায়, যেখানে উৎসবের ভিড় সবচেয়ে বেশি হয়। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮ থেকে ১০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। পাশাপাশি প্রায় ২০ – ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, ২৭ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সহ প্রায় ২৫০ জন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ মোতায়েন থাকবে।

শহরজুড়ে বসানো হয়েছে মোট ১৫টি ওয়াচ টাওয়ার, যার মধ্যে শুধু পার্ক স্ট্রিট এলাকাতেই থাকবে ৫টি। দ্রুত প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে কিউআরটি । সাধারণ মানুষের সহায়তার জন্য কলকাতা জুড়ে থাকবে প্রায় ৪০টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ। পাশাপাশি নজরদারিতে থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড।

পাশাপাশি মহিলাদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়ে মোতায়েন থাকবে কলকাতা পুলিশের ‘উইনার্স টিম’। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে প্রায় ৫০টি সিসিটিভি ক্যামেরা। এর পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চলবে আকাশপথে নজরদারি। গোটা পরিস্থিতির উপর সরাসরি নজর রাখবে লালবাজার হেডকোয়ার্টার।

সব মিলিয়ে বড়দিন ও নিউ ইয়ার উদ্‌যাপন যাতে শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন হয়, সেদিকে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ।