সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। ফের বিতর্কের কেন্দ্রে আরজি কর হাসপাতাল। পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় ওই ঘটনা নিয়ে ‘তিলোত্তমা’ নামে একটি ছবি তৈরি করার পরিকল্পনা করেছে।
কিন্তু সেই ছবি তৈরি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন অভয়ার বাবা-মা। অভয়ার পরিবারের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, তাঁরা এই ছবির সঙ্গে কোনও ভাবেই যুক্ত হতে চান না। অভয়ার বাবা বলেন, “এই সিনেমা নিয়ে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। এটা আমাদের মামলায় কোনও সাহায্যই করবে না। আমরা বিচার চাই। পরিচালক তাঁর নিজের সুবিধের জন্য এটি বানাচ্ছেন। তাঁরা বারবার ফোন করে আমাদের বিরক্ত করছেন। এই চলচ্চিত্রের সঙ্গে আমরা কোনও সম্পর্ক রাখতে চাই না।” এই বিতর্কের মাঝে নড়েচড়ে বসেছে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা প্রসার ভারতী। সংস্থার প্রধান কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী জানিয়েছেন, ছবিটি সম্প্রচারের প্রস্তাব বর্তমানে “বিবেচনাধীন”।
