পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ পুনরুদ্ধারে অ্যাক্সিস ব্যাঙ্কের সহায়তা

ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটি (NEWS) -এর সঙ্গে হাত মিলিয়ে ২০২২ সাল থেকে সুন্দরবনের বাস্তুতন্ত্রে ১৬ হেক্টর ম্যানগ্রোভ পুনরুদ্ধার করেছে। এই কর্মসূচির লক্ষ্য হল, ২০২৮ সালের মধ্যে দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা উভয় জেলায় ৭ লক্ষ চারা রোপণের মাধ্যমে মোট ১৩৫ হেক্টর ম্যানগ্রোভ পুনরুদ্ধার করা। অভিযানের উদ্দেশ্য, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় সাহায্য করে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরি করা এবং পরিবেশগত সংরক্ষণের প্রচারে মনোযোগ দেওয়া। এই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল মাটিতে থাকা কার্বনের পরিমাপ করা- যা জলবায়ু পরিবর্তনের উপরে এই প্রকল্পের ইতিবাচক প্রভাব সম্পর্কে পরিমাপযোগ্য তথ্য সরবরাহ করে এবং সুন্দরবনে বসবাসকারী সম্প্রদায়ের জন্য দীর্ঘমেয়াদী বাস্তুতান্ত্রিক সুবিধা প্রদান করতে পারে। ভারত সরকারের মিশন – মিস্টি (ম্যানগ্রোভ ইনিসিয়েটিভ ফর শোরলাইন হ্যাবিট্যাটস্ অ্যান্ড ট্যাঞ্জিবল ইনকাম) – এর সঙ্গে তাল মিলিয়ে এই প্রকল্পটি বিশেষ করে ‘জলবায়ু কর্মকাণ্ড’ (SDG 13) এবং ‘জলের নীচে জীবন’ (SDG 14)- এর উপরে দৃষ্টি নিবদ্ধ করে দীর্ঘকালীন উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয়ভাবে অবদান রাখে।

এই উদ্যোগ সম্পর্কে মন্তব্য করে, অ্যাক্সিস ব্যাংকের গ্রুপ এক্সিকিউটিভ এবং হোলসেল ব্যাংক কভারেজ অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান  শ্রী বিজয় মুলবাগল বলেন, “অ্যাক্সিস ব্যাংকে আমরা পরিবেশগত স্থায়িত্বকে ভারতের অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৃদ্ধির ভিত্তিপ্রস্তর হিসেবে দেখি। সুন্দরবনে ম্যানগ্রোভ পুনরুদ্ধার উদ্যোগের মাধ্যমে আমরা শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য হটস্পটকে রক্ষাই করছি না বরং স্থানীয় সম্প্রদায়ের জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এবং দীর্ঘকালীন জীবিকার সুযোগ তৈরি করে তাদের ক্ষমতায়নও করছি। এই উদ্যোগ এক সবুজ, আরও ন্যায়সঙ্গত ভবিষ্যত গড়ে তোলার প্রতি আমাদের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে।” 

জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াইতে ম্যানগ্রোভের ভূমিকা অপরিহার্য, কারণ তারা স্থলজ অরণ্যের তুলনায় চারগুণ বেশি কার্বন সঞ্চয় করতে পারে। এটি ঘূর্ণিঝড় এবং ক্ষয়ের বিরুদ্ধে প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে এবং মৎস্যচাষ ও পরিবেশবান্ধব পর্যটনকেও সাহায্য করে। জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুরক্ষা মডেলগুলির অন্বেষণ তথা রূপায়ণের মাধ্যমে এই প্রকল্পটি ব্যাংকের বাস্তুতন্ত্র সংরক্ষণ ও তার উপরে নির্ভরশীল সম্প্রদায়গুলির চাহিদা পূরণ করার লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।