আগামীকাল ভাইফোঁটা আর এবার ভাইফোঁটার আগেই মিষ্টির বাজার তুঙ্গে

নদীয়ার শান্তিপুরে বিকোচ্ছে আবার খাব আবার খাব, ভাইফোঁটা সন্দেশ, চেন্নাই এক্সপ্রেস, রাবড়ি বল, হরলিক্স ও বনভিটা সন্দেশ, বাদশাহী ভোগ, কাঁচা আমের রসগোল্লা স্ট্রবেরি রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা সহ প্রায় 30 প্রকারের মিষ্টি।

বিগত বছরে মানুষের চাহিদা অনুযায়ী এবার ভাইফোঁটার আগেই নিত্যনতুন মিষ্টির ডালি নিয়ে ভাইয়েদের পাতে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে শান্তিপুরের থানার মোড় এলাকার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী লোকনাথ মিষ্টান্ন ভান্ডার। সকাল থেকেই ক্রেতাদের ভিড় দোকানে। আগামীকাল ভাইয়ের পাতে ভালো মিষ্টি তুলে দিতেই সকাল থেকে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এমনটাই জানাচ্ছেন দোকানে এসে। প্রতিটি মিষ্টি কুড়ি টাকা থেকে শুরু ৫০ কিংবা ১০০ টাকা পর্যন্ত রয়েছে বলে জানান দোকানের মিষ্টি তৈরীর মূল কারিকর। এবারের ভাই ফোঁটায় নদীয়ার শান্তিপুরের এই মিষ্টির দোকান বিশেষ নজর কাটবে বলে মনে করছে ক্রেতারা