জঙ্গল সাফারি বন্ধ রয়েছে তাতেকি ? নাগরাকাটার ডায়না সেতু থেকেই হাতির দেখার জন্য পর্যটকরা ভীড় জমাচ্ছে প্রতিদিন। বর্তমানে ডায়না সেতুই এখন পর্যটকদের হাতি দেখার দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডায়না সেতুর উপর হাতি দেখতে পর্যটকেরা ছুটে এসেছে। পাশাপাশি দূর থেকে হাতির ফটোও নেওয়ার চেষ্টা করেছে পর্যটকরা। অঘটন যাতে না ঘটে সেই জন্য ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বনকর্মিদের নিয়ে সন্ধ্যা পর্যন্ত পর্যবেক্ষণ করেছে হাতিদের। প্রায় প্রতিদিন সেন্ট্রাল ডায়নার জঙ্গল থেকে হস্তিশাবক সহ কুড়ি থেকে পঁচিশটি হাতির একটি দল বেড়িয়ে এসে ডায়না নদীর জল খায়।
এরপর ঘন্টা দুয়েক চরে সবুজ ঘাস সাবাড় করে। ঘাস খাওয়ার পর হাতির দলটি ধীরে ধীরে ফের ডায়নার জঙ্গলে ঢুকে যায়। এই দৃশ্য দেখতেই পর্যটক সহ সাধারণ মানুষের ভীড় জমে যায়। অনেকেই রাস্তার পাশে গাড়ি দাড় করিয়ে হাতির ছবি তোলার চেষ্টা করে। কোলকাতার সোনারপুর থেকে আসা প্রীয়তোষ সাহা নামে এক পর্যটক বলেন, এখনত জঙ্গল বন্ধ তাই সাইট সিন করতে বেড়িয়েছিলাম।এরপরই খবর পেলাম ডায়না নদীর চরে হাতির দল বেড়িয়েছে। ছুটে এলাম। দেখলামও হাতির দল।
এর আগে বেশ কয়েকবার এসেছিলাম কিন্তু হাতি দেখার সৌভাগ্য হয়নি।এবারে হস্তিশাবক সহ অনেক গুলো হাতি দেখলাম। ভীষণ আনন্দ পেয়েছি। ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, এই নদীর ধারে প্রায় প্রতিদিন হাতির দল বেড়িয়ে আসে।জল খেয়ে বেশ কিছুক্ষণ ঘাসও খায় আবার জঙ্গলে ঢুকে যায়।আমরা এখানে আসি তার কারণ অনেকেই হাতির সামনে যাওয়ার চেষ্টা করে। এতে অঘটন ঘটতে পারে। তাই আমরা কাউকেই হাতির ধারে কাছে ঘেষতে দিইনা।
