জঙ্গল সাফারি সাময়িকভাবে বন্ধ থাকায় এখন পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে নাগরাকাটার ডায়না সেতু। প্রতিদিনই এই সেতু থেকে হাতি দেখার জন্য ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডায়না সেতুর ওপর দাঁড়িয়ে হাতি দেখেছেন অসংখ্য পর্যটক। অনেকেই দূর থেকে মোবাইল ও ক্যামেরায় ছবি তুলেছেন, কেউ কেউ রাস্তার ধারে গাড়ি থামিয়ে চোখের সামনে বন্যপ্রাণ দেখার অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছে।
জানা গিয়েছে, প্রায় দিনই সেন্ট্রাল ডায়নার জঙ্গল থেকে একটি ২০-২৫টি হাতির দল, যার মধ্যে হস্তিশাবকও রয়েছে, ডায়না নদীর ধারে জল খেতে আসে। এরপর নদীর চরে প্রায় ঘণ্টা দুয়েক সবুজ ঘাস উপর দিয়ে তারা ধীরে ধীরে জঙ্গলের দিকে ফিরে যায়। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে বহু পর্যটক ও স্থানীয় মানুষ ভিড় জমাচ্ছেন সেতুর আশপাশে।
কোলকাতার সোনারপুর থেকে আগত পর্যটক প্রীয়তোষ সাহা বলেন, এখন জঙ্গল সাফারি বন্ধ, তাই সাইট সিন করছিলাম। হঠাৎ খবর পেলাম, ডায়না নদীর চরে হাতির দল এসেছে। ছুটে এলাম, এবার অনেকগুলো হাতি ও হস্তিশাবক দেখতে পেলাম। আগেও এসেছিলাম, কিন্তু কখনও হাতি দেখা হয়নি। এবার খুবই আনন্দ পেয়েছি।”
ডায়না সেতু এখন যেন হয়ে উঠেছে হাতি দেখার এক “নতুন সাফারি স্পট”, যেখানে প্রাকৃতিকভাবে হাতি দেখা যায় সুরক্ষিত দূরত্ব বজায় রেখেই।
অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বা বন্যপ্রাণীরা যাতে কোনভাবে বিরক্ত না হয় সেদিকের নজর দিতে তৎপর রয়েছে বন বিভাগ।
