পশ্চিমবঙ্গে বাড়ছে বিদেশি পর্যটকের আগমন, পরিসংখ্যান তুলে ধরলেন পর্যটন মন্ত্রী

রাজ্যে ক্রমাগত বাড়ছে বিদেশি পর্যটকের সংখ্যা। তবে এই বিদেশি পর্যটকদের অধিকাংশ বাংলাদেশ থেকে আসা নয়। ইউরোপ, ইউএসএ, রাশিয়া, ইতালি থেকে আসা। কেন্দ্রের তথ্য তুলে ধরে রাজ্যের বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ার পরিসংখ্যান বিধানসভায় তুলে ধরলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, এদিন প্রশ্নোত্তর পর্ব জানতে চেয়েছিলেন, রাজ্যে কত সংখ্যক বিদেশি পর্যটক আসছে?এদিন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, গত বছর রাজ্যে এসেছিল ৩২ লক্ষ বিদেশি পর্যটক। এর মধ্যে এক লক্ষ ৮২ হাজার জন বাংলাদেশ থেকে এসেছিল। চলতি বছরে রাজ্যে ইতিমধ্যেই ২৭ লক্ষ ১১ হাজার ৭০৮ জন মানুষ বিদেশ থেকে এসেছেন। এর মধ্যে ৯৯% রাশিয়া, ইউরোপ, ইউএসএ, ইতালি থেকে আসা।

মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, খাবারের গুণমান, ইকো ফ্রেন্ডলি পরিবেশ রাখা হয়েছে। তাই বিদেশিরা আসছেন বাংলায়। বিধানসভায় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে ২০২৩ সালে বাংলায় এসেছিলেন ১৪.৫ কোটি পর্যটক। আর ২০২২ সালে এসেছিলেন ৮.৪ কোটি পর্যটক। মন্ত্রী জানান, ২০২২ সালের মোট পর্যটকের মধ্যে ১০ লক্ষ ছিলেন বিদেশি। ইন্দ্রনীল দাবি করেন, পর্যটকদের সংখ্যার নিরিখে বাংলা এখন পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে থাকা কেরল এবং রাজস্থানকেও ছাপিয়ে গিয়েছে। বাংলায় পর্যটকদের সুবিধা প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী জানান, রাজ্যে ৫,৩২২টি হোমস্টে রয়েছে। পর্যটন বিভাগ সেগুলি পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দিয়ে পরিষেবাকে আরও উন্নত করার চেষ্টা করছে।