বছরের শেষপ্রান্তে কনকনে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১.০৬ ডিগ্রিতে

বছরের শেষের দিকে শিলিগুড়িতে কনকনে শীতের দাপট আরও বাড়তে শুরু করেছে। সোমবারের পর মঙ্গলবার ভোর ও গভীর রাতে ঠান্ডার প্রকোপে জাকিয়ে শীত অনুভূত হচ্ছে শহর ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে। যদিও এদিন কুয়াশার দাপট তেমন চোখে পড়েনি, তবুও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা স্পষ্ট।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১.০৬ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ ১৮.০৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা আবহাওয়ার প্রভাবে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়তে শুরু করেছে।

ভোরের দিকে রাস্তায় মানুষের আনাগোনা তুলনামূলকভাবে কম দেখা যায়। প্রয়োজন ছাড়া খুব কম মানুষই বাড়ির বাইরে বের হচ্ছেন, আর যারা বের হচ্ছেন তারা গরম পোশাকে নিজেদের ঢেকে রাখছেন।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়েই শীতের দাপট বজায় থাকবে।