শহরে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনার মাত্রা কমাতে শুক্রবার শিলিগুড়ি ট্রাফিক বিভাগ বিশেষ নজরদারি অভিযান চালায়। হাসির চক সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক কর্মীরা সকাল থেকেই একে একে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে।
অভিযানে দেখা যায়, বহু মোটরসাইকেল চালকের কাছে প্রয়োজনীয় পলিউশন সার্টিফিকেট, বৈধ রেজিস্ট্রেশন কাগজপত্র, এমনকি ড্রাইভিং লাইসেন্সও নেই। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় বলে ট্রাফিক সূত্রে জানা গেছে।
ট্রাফিক বিভাগ সূত্রে খবর, শহরে নিরাপদ যান চলাচল বজায় রাখতে আগামী দিনেও একইভাবে ধারাবাহিক অভিযান চলবে। শহরবাসীর নিরাপত্তাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
