শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে ট্রাফিক সচেতনতা শিবিরের আয়োজন।পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের উদ্যোগে আজ এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই ছিল এদিনের শিবিরের মূল উদ্দেশ্য।
শনিবার এই শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ট্রাফিক বিভাগের এসিপি অনির্বাণ মজুমদার সহ পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের একাধিক পুলিশ আধিকারিক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। এদিনের শিবিরে নানান পদক্ষেপের কথা বলা হয়। পদক্ষেপগুলির মধ্যে রয়েছে ট্রাফিক সিগন্যাল, রাস্তা পারাপারের নিয়ম, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব, ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা।
ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যত প্রজন্মকে ছোটবেলা থেকেই সচেতন করে তুলতে পারলে ভবিষ্যতে দেশ আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে। ট্রাফিক নিয়ম মানা শুধু আইন নয়, এটি আমাদের সকলের দায়িত্ব।
