পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বালাসন ট্রাফিক গার্ডের তরফে আয়োজিত হল ফুটবল প্রতিযোগিতা। সোমবার বালাসন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে গোয়েল মোড় সংলগ্ন মাঠে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিন মহিলা ও পুরুষ সকল প্রতিযোগীরাই এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ADCP অভিষেক মজুমদার,ACP সাজিদ ইকবাল,বলাসন ট্রাফিক গার্ডের oc গোবিন্দ রায় সহ অন্যান্য সকল পুলিশ আধিকারিকেরাও।
পাশাপাশি, এদিন খাপরাসী হাই স্কুলের পড়ুয়াদের হাতে ৫০টি স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।এছাড়াও এদিন একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও দেওয়া আয়োজন করা হয় ট্রাফিক গার্ডের তরফে। মূলত ট্রাফিক পুলিশের সাথে সমাজের সাধারণ মানুষদের সম্পর্ক আরো সুদৃঢ় করতে জানিয়েছেন এডিসিপি অভিষেক মজুমদার।
