হেলমেট ছাড়া বাইক-স্কুটিতে রাস্তায়, জরিমানার বদলে গোলাপ ও চকলেটে সচেতনতার বার্তা ট্রাফিক পুলিশের

ট্রাফিক আইন মানতে মানুষকে ভয় নয়, ভালোবাসার বার্তা—এই ভাবনাতেই এক অভিনব উদ্যোগ নিল আশিঘর সাব ট্রাফিক গার্ড। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় হেলমেট ছাড়া বাইক ও স্কুটি চালকদের আটক করে জরিমানা নয়, তাদের হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল ও চকলেট। হঠাৎ এমন ব্যবস্থায় প্রথমে কিছুটা অবাক হলেও, ট্রাফিক পুলিশের এই মানবিক পদক্ষেপে খুশি চালকরা।

পুলিশ আধিকারিকরা চালকদের বোঝান, হেলমেট শুধুমাত্র আইনের বাধ্যবাধকতা নয়, জীবনরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা। মিষ্টিমুখ করিয়ে দেওয়ার পাশাপাশি দেওয়া হয় সচেতনতামূলক বার্তাও। ট্রাফিক পুলিশের বক্তব্য, বারবার জরিমানা করেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল মেলে না। তাই এবার ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ উপায়ে মানুষকে নিয়ম মানতে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ইস্টার্ন বাইপাসে এই অভিনব সচেতনতা কর্মসূচি দেখে পথচারীরাও থমকে দাঁড়ান। অনেকেই মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। পুলিশের এই ব্যতিক্রমী পদক্ষেপ সোশ্যাল মিডিয়াতেও প্রশংসা কুড়োচ্ছে। ট্রাফিক পুলিশের আশা, ভালোবাসা ও সচেতনতার এই বার্তা মানুষের মনে প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরও বেশি চালক স্বেচ্ছায় হেলমেট ব্যবহার করবেন—নিরাপদ হবে রাস্তা, বাঁচবে মূল্যবান জীবন।