পাঁচ বন্ধু মিলে দার্জিলিং বেড়াতে গিয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। পাংখাবাড়ি রোডে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নকশালবাড়ির বাসিন্দা রাজেশ পাশওয়ান ও সুমিত সিং-এর।
গুরুতর আহত আরও তিন যুবককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
হঠাৎ কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারানোর কারণ হিসেবে ঘন কুয়াশা ও তীব্র বাঁকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিহত দুই তরুণের অকাল মৃত্যুতে নকশালবাড়ি এলাকায় নেমেছে শোকের ছায়া।
