রেললাইনে হাতির করুণ মৃ*ত্যু, পরিবেশকর্মীদের হুঁশি*য়ারি

উত্তরবঙ্গের রেলপথে ফের এক হাতির মৃত্যুর ঘটনায় তীব্র প্রশ্ন উঠছে রেল ও বন দপ্তরের সমন্বয় নিয়ে। বুধবার সন্ধ্যায় সেবক ও বাগরাকোর্ট রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় একটি প্রাপ্তবয়স্ক হাতির।

প্রতিদিনই উত্তরবঙ্গের বিভিন্ন রেলপথ হাতিদের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বহু আগেই বন দপ্তর ও পরিবেশকর্মীরা রেল কর্তৃপক্ষকে বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছিলো। রেললাইনের আশেপাশে সতর্কীকরণ ব্যবস্থা, হাতি চলাচলের সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণ, বিশেষ সিগন্যাল বসানো—সবই আলোচনায় উঠেছিল। কিন্তু বাস্তবে কার্যকর হয়নি অনেক পদক্ষেপই বলে অভিযোগ।

ফলে বারবার একই চিত্র ধরা পড়ছে—ট্রেনের গতিতে মৃত্যু হচ্ছে বন্যপ্রাণীর, বিশেষ করে হাতির। স্থানীয়রা জানান, হাতির দল নিয়মিত ওই অঞ্চলের জঙ্গল থেকে বেরিয়ে নদী পারাপারের জন্য রেললাইন অতিক্রম করে। কিন্তু ট্রেন চলাচলের সময়সীমা ও হাতির অভ্যাসের মধ্যে কোনো মিল না থাকায় ঘটছে দুর্ঘটনা।

পরিবেশকর্মীদের দাবি, “এভাবে চলতে থাকলে উত্তরবঙ্গের জঙ্গলে হাতির নিরাপত্তা চরম সংকটে পড়বে। অবিলম্বে রেলকে সুনির্দিষ্ট গাইডলাইন মানতে হবে।”

এদিকে উত্তর-পূর্ব সীমান্ত রেলে সূত্রে খবর ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।