নদীতে স্নান করতে গিয়ে যুবক-যুবতীর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবক ও এক যুবতীর। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কারিশাল এলাকায় তোরসা নদীতে। মৃতদের নাম শুভ্রজিৎ সরকার ও রূপা দাস। দুজনেই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, এ দিন মোট ছয় থেকে সাত জন বন্ধু মিলে নদীতে স্নান করতে নামে। স্নানের মাঝেই হঠাৎ চারজন জলে তলিয়ে যেতে শুরু করে। চিৎকার শুনে আশপাশের মানুষজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। তাদের তৎপরতায় সময়মতো দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও, শুভ্রজিৎ ও রূপাকে তৎক্ষণাৎ খুঁজে পাওয়া যায়নি।

পরে স্থানীয়দের চেষ্টায় তাঁদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

স্নানের আনন্দ মুহূর্তে পরিণত হল শোকের আবহে। মৃত দুই কিশোর-কিশোরীর পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।