সোমবার ভোরে পুরাতন মালদার বাইপাস সংলগ্ন ছোট সুজাপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দুই জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফারাক্কা থেকে গাজলের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকের চালক ও খালাশির।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই উদ্ধার থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
