করম পূজোয় মাতলো আদিবাসী সমাজ

আদিবাসীরা মূলত প্রকৃতির উপাসক। কথিত আছে আদিকালে তারা যখন জঙ্গলে বসবাস করতেন তখন তারা এই করম গাছের নিচে বসবাস করতেন। সেই থেকেই তারা সকলের সুখ শান্তির কামনায় এই করম গাছের পূজো করে আসছেন।  শত শত বছর ধরে চলে আসা সেই ধারা অনুযায়ী এখনও তারা করম গাছকে পূজো করে আসছেন। তবে এখন যেহেতু তেমন ভাবে আর গাছ গাছালি নেই, তাই আদিবাসী সমাজের প্রাচীন রীতি মেনে এলাকায় থাকা যেই গুটিকয়েক এই গাছ আছে সেই করম গাছ থেকে ডাল কেটে নিয়ে এসে সেই ডালকেই এখন দেবতা জ্ঞানে পূজো করে থাকেন তারা।

নিয়ম মেনে বুধবার রাতে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে করম গাছের ডাল কেটে এনে ডালটিকে কলা গাছের ঘেড়া বেদীতে স্থাপন করে রাতভর পূজো করলেন আদিবাসীরা। বৃহস্পতিবার সকালে এই ডাল আবার নদীতে বিসর্জন দিয়ে যে যার বাড়ি ফেরার পালা।

পূজো উপলক্ষে রাতভর ধামসা মাদল বাজিয়ে নাচ গান হয়। এদিন রাতে আদিবাসী সমাজের নাচ গানের আসরে সপরিবারে যোগ দেন সদর মহকুমাশাসক তমজিৎ চক্রবর্তী। বিডিও সদর মিহির কর্মকার। এছাড়াও আরও অন্যান্য বিশিষ্টজনেরা।