কোচবিহারে জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি

অসমের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের অকালপ্রয়াণে শোকস্তব্ধ সমগ্র সংগীতমহল। কোচবিহার শহীদ বাগ মুক্তমঞ্চ প্রাঙ্গণে ভক্ত ও সংগীতপ্রেমীরা সমবেত হয়ে প্রিয় শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানান।

উপস্থিত সংগীতপ্রেমীরা জানান, জুবিন গর্গ শুধু অসম নয়, সমগ্র ভারতবর্ষের এক অমূল্য সম্পদ ছিলেন। তাঁর কণ্ঠে ভর করে এক প্রজন্মের আবেগ ও ভালোবাসা গড়ে উঠেছে। শ্রদ্ধাজ্ঞাপনের সময় অনেকেই তাঁর জনপ্রিয় গান গেয়ে স্মৃতিচারণ করেন।

উল্লেখ্য, সিঙ্গাপুরে অনুষ্ঠান শেষে স্কুবা ডাইভিং করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান মাত্র ৫২ বছর বয়সি এই জনপ্রিয় শিল্পী। তাঁর আকস্মিক মৃত্যুতে ভক্তদের হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।