তুফানগঞ্জে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী জনসভার রূপ নিল, দলীয় বার্তা স্পষ্ট

তুফানগঞ্জ, ১১ অক্টোবর — শনিবার তুফানগঞ্জের রেগুলেটেড মার্কেট ময়দানে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান জনসভার চেহারা নেয়। তুফানগঞ্জ ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই সম্মেলন ঘিরে এলাকায় ছিল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। দুপুর গড়াতেই স্থানীয় বাসিন্দাদের ভিড় জমতে শুরু করে, যা পরে বিশাল জমায়েতে পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, বিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ সহ একাধিক বিশিষ্ট নেতা। বক্তৃতায় নেতারা দলীয় ঐক্য, সাংগঠনিক প্রস্তুতি এবং আগামী নির্বাচনের রণনীতি নিয়ে আলোচনা করেন।

সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া তাঁর বক্তব্যে বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, “বিজেপিকে ভোটের সময় ছাড়া দেখা যায় না। তারা মানুষের পাশে থাকে না, মানুষের জন্য কাজ করে না।” তিনি দলীয় কর্মীদের বিজেপিকে প্রতিহত করার আহ্বান জানান।

জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বাংলা ও বাঙালিদের প্রতি হেনস্থার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ দিয়ে বলেন, “আমাদের প্রার্থীদের জেতাতে হবে, যাতে বাংলার সম্মান রক্ষা হয় এবং উন্নয়নের ধারা বজায় থাকে।”

এই বিজয়া সম্মিলনী শুধু উৎসবের আবহ নয়, রাজনৈতিক বার্তা ও দলীয় শক্তি প্রদর্শনের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ধরনের জমায়েত তৃণমূলের মনোবল ও জনভিত্তি দৃঢ় করতে সহায়ক।

Sources: