আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হচ্ছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল শুক্রবার কলকাতার রাজপথে।
ইডির সাম্প্রতিক পদক্ষেপকে কেন্দ্র করে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই কর্মসূচিকে প্রশাসনিক ইস্যুর পাশাপাশি রাজনৈতিক বার্তার মঞ্চ হিসেবেও ব্যবহার করেন।
এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতৃত্ব একদিকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে দলীয় ঐক্য প্রদর্শন করল, তেমনই সাধারণ মানুষের কাছে “ভোটের আগে চাপের রাজনীতি”র অভিযোগ তুলে ধরার চেষ্টা করল। দলের দাবি, কেন্দ্রীয় সংস্থার অভিযান শুধুমাত্র আইনি প্রক্রিয়া নয়, বরং বিরোধী রাজনৈতিক দলকে কোণঠাসা করার একটি কৌশল।
মিছিলের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল সাংস্কৃতিক ও বিনোদন জগতের পরিচিত মুখদের উপস্থিতি। এতে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, তৃণমূল শুধু রাজনৈতিক সংগঠন নয়, বরং সমাজের বিভিন্ন স্তরের সমর্থন নিয়ে এই লড়াইয়ে নামছে। নেতাদের বক্তব্যে বারবার উঠে আসে ‘গণতন্ত্র রক্ষা’ ও ‘রাজ্যের স্বার্থ’-এর প্রসঙ্গ।
নিরাপত্তার দিক থেকে শহরজুড়ে কড়া নজরদারি রাখা হয়। যান চলাচল নিয়ন্ত্রণের কারণে কিছুটা ভোগান্তি হলেও বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মিছিলের মাধ্যমে তৃণমূল ইডি ইস্যুকে নির্বাচনী প্রচারের কেন্দ্রে নিয়ে আসতে চাইছে, যা আগামী দিনে রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়াবে।
