মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই দত্তকে তাঁর নিজ বাড়িতে চলা জুয়ার আসর থেকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ধৃত হয়েছেন আরও সাতজন। উদ্ধার হয়েছে প্রায় ২ লক্ষ টাকা নগদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জুয়ার আসর চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বলাই দত্তসহ আটজনকে গ্রেপ্তার করে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, “অসামাজিক কার্যকলাপে দলের অবস্থান স্পষ্ট—জিরো টলারেন্স। কেউই দলীয় পরিচয়ে রেহাই পাবে না।” যদিও দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযুক্ত নেতার সঙ্গে দলের কোনও সক্রিয় যোগাযোগ নেই।
এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা তৃণমূলের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপি নেতারা বলেছেন, “তৃণমূলের নেতারা এখন জুয়ার আসর চালাচ্ছেন, এটা বাংলার জন্য লজ্জাজনক।”
তদন্ত চলছে, এবং ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
