অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন কোচবিহারের মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ধনো বর্মন। শুক্রবার ভোররাতে তিনি পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই ঘর ঘন ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে পরিবারের সকলে উঠে পড়েন। পরে দেখা যায়, তাঁর মাথার পাশে রাখা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। পুড়ে গেছে বিছানার চাদর, বালিশ ও তোষক।
সৌভাগ্যবশত, ধনো বাবু ও পরিবারের কেউ গুরুতর আহত হননি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীরা ছুটে এসে ভিড় জমাতে শুরু করেন। বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে আশপাশের বাড়ির বাসিন্দারাও আতঙ্কে উঠে পড়ে।
ধনো বাবু জানান, “এই প্রথম এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছিল ঘরে আগুন লেগে গেছে। ভীষণ ভয় পেয়ে যাই। মোবাইল যদি নিরাপদ না হয়, তাহলে প্রতিনিয়ত প্রাণহানির আশঙ্কা থেকেই যাবে। সবাইকে অনুরোধ করবো চার্জে রেখে মোবাইলের পাশে ঘুমোবেন না ও নকল চার্জার ব্যবহার করবেন না।”
