কোচবিহারের পুন্ডিবাড়িতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে সঞ্জীব রায়কে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। খুনের সাত দিনের মাথায় মূল অভিযুক্ত শার্প শুটার বিনয় রায়কে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার কোচবিহার জেলা পুলিশ একটি সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানিয়েছে।
গত ৯ই আগস্ট গাড়ি নিয়ে ডোডেয়ার হাটে যাওয়ার সময় বাইক আরোহী দুই যুবক সঞ্জীবকে গুলি করে খুন করে। এই ঘটনার পর পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছিলেন সঞ্জীবের মা, তৃণমূল নেত্রী কুন্তলা রায়, এবং বাবা মহীনচন্দ্র রায়। তাঁরা পুলিশ প্রশাসনের ওপর থেকে ভরসা হারানোর কথা বলেছিলেন এবং সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন।
বক্সিরহাট থেকে গ্রেপ্তার হওয়া বিনয়ের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিনয় একজন দাগী আসামি এবং তাঁর বিরুদ্ধে ছিনতাই ও পকসো সহ একাধিক মামলা রয়েছে। যদিও খুনের মূল কারণ এখনও স্পষ্ট নয়, তবে পুলিশের প্রাথমিক অনুমান, পুরোনো শত্রুতার জেরেই এই খুন।
