জলপাইগুড়িতে বন্যাকবলিত এলাকায় ট্রাকটারে করে ত্রান সামগ্রী সাহায্য পৌঁছে দিতে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। জলপাইগুড়ি নাগরাকাটা ময়নাগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় জেলা প্রশাসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দল মত নির্বিশেষে অনেকেই। বর্তমানে এই মানুষগুলোর পর্যাপ্ত ত্রাণ সহ নতুন করে ঘরবাড়ি প্রয়োজন। প্রশাসন এবং সরকারের দিকেই তাকিয়ে রয়েছে বন্যা দুর্গত এলাকারই মানুষজনেরা।
