‘বাংলা-বাঙালির স্বার্থে লড়বে তৃণমূল’: লোকসভায় দলনেতা হয়েই কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

লোকসভায় তৃণমূল কংগ্রেসের নতুন দলনেতা হিসেবে দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এই গুরুত্বপূর্ণ পদে বসালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন এই পদে থাকা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সাংসদদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সঙ্গে নিয়ে কাজ করবেন অভিষেক।” একইসঙ্গে তিনি জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ হিসেবেই থাকবেন। তবে এই ঘোষণার পরপরই চিফ হুইপের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার খবর সামনে আসে।

সূত্রের খবর, লোকসভায় দলের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করার পরই অভিষেকের হাতে এই দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “অভিষেক একজন দক্ষ সাংসদ এবং তাঁর এই দক্ষতা সংসদের ভিতরে ও বাইরে প্রমাণিত। এই সিদ্ধান্ত বিজেপির জন্য আতঙ্কের হয়ে দাঁড়াবে।”