বিগত এগারো বছরের উন্নয়নের খতিয়ান করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে চব্বিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টানা তিনবার ওই একই কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন তিনি। বিগত ১১ বছরে ডায়মন্ড হারবারের উন্নয়নে কী কী কাজ করেছেন, এবার সেটার খতিয়ান তুলে ধরতে চলেছেন তৃণমূল সেনাপতি। জানা যাচ্ছে, বিষ্ণুপুর ২ নং ব্লকের শ্রীকৃষ্ণ বোরহানপুর স্কুল ময়দানে তৃণমূল কংগ্রেসের একটি সভা আছে। সেখানে সাতগাছিয়ার ওই কর্মসূচিতেই অভিষেক নিজের সাংসদ জীবনের কাজের খতিয়ান প্রকাশ করবেন।

ডায়মন্ড হারবারের কোন বিধানসভা কেন্দ্রের উন্নয়নে কত টাকার কাজ হয়েছে, কোথায় কী সংস্কার সাধন হয়েছে, এবার সেসব কিছু ‘নিঃশব্দ বিপ্লব’ শীর্ষক বইয়ে প্রকাশিত হবে।