সোমবার হাওড়া শ্যামপুরের বানেশ্বরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি উন্নয়নের পাঁচালী। এদিন বিশাল র্যালি বানেশ্বরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচটি বুথ প্রদক্ষিণ করে। উল্লেখ্য বানেশ্বরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতটি শ্যামপুরের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কালিপদ মন্ডল এর নিজস্ব গ্রাম পঞ্চায়েত।
দিন কয়েক আগেই কালিপদ মন্ডল এর নাম হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রামিন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ার পর প্রথম দলীয় কর্মসূচি কি ছিল কালিপদ বাবুর কাছে একটি চ্যালেঞ্জ। এদিন পথসভা জনসভায় পরিণত হয়েছিল।
উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদে বাসী জানা, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীধর মন্ডল, অন্যতম সম্পাদক জুলফিকার আলী মোল্লা প্রমূখ, তৃণমূল নেতা মৃন্ময় মন্ডল প্রমুখ।
