নদীয়ার শান্তিপুরে তৃণমূলের ‘উন্নয়নের সংলাপ’ বিশেষ ক্যাম্প

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের প্রায় একশটিরও বেশি প্রকল্পের এবং রাজ্যজুড়ে উন্নয়নের খতিয়ান নিয়ে এবার উন্নয়নের সংলাপ বিশেষ ক্যাম্প করছে তৃণমূল কংগ্রেস। এদিন নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে সেরকমই উন্নয়নের সংলাপ নিয়ে বাড়ি বাড়ি এবং বিশেষ বিশেষ জায়গাতে আলোচনা চক্রের মধ্যে দিয়ে উন্নয়নের সংলাপ করছে তৃণমূল কংগ্রেস।

এদিন হরিপুর অঞ্চলের বাবলাবন বারোয়ারী মন্দিরে আলোচনা সভা তারপর নৃসিংহপুর ৫২ হাত পৌষ কালী মাতার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য দীর্ঘায়ু কামনা করে এবং ২০২৬ এ বিপুল ভোটে মমতা বন্দোপাধ্যায় কে জয়ী করে পুনরায় মুখ্যমন্ত্রীর পদে আসীন করার জন্য মায়ের কাছে মঙ্গল আরতি এবং পুজো দিলেন শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ। তৎসহ উন্নয়নের সংলাপ আলোচনা হল মন্দির প্রাঙ্গনে এর পরবর্তীতে মতুয়া মহাসংঘের হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পুজো এবং অন্যান্য কর্মকাণ্ড রয়েছে বলেও জানিয়েছেন পৌরপতি।

ভালো কাজ করার জন্য বিএলে টু যারা এসআইআরের কাজ করেছেন তাদেরকেও দেয়া হচ্ছে দলের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো, স্থানীয় পঞ্চায়েত মেম্বার এবং শাখা সংগঠনের সদস্য সদস্যরা।