গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে ত্রিপুরা পুলিশ একটি বাড়ি থেকে চারটি পিস্তল এবং সাতটি ম্যাগাজিন উদ্ধার করেছে। সংবাদমাধ্যমকে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার (এসপি) নামিত পাঠক জানান, অমতলী থানার অন্তর্গত মধ্যপাড়ায় দিপাঙ্কর সেনের বাড়ি থেকে ওই অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, একাধিক মামলার (মূলত অস্ত্র আইনের) আসামি দিপাঙ্কর সেন আগেই গ্রেফতার হয়েছেন এবং বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। এসপি নামিত পাঠক আরও জানান—“আমরা খবর পাই দিপাঙ্কর সেনের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় ঘরের ভেতর খোঁড়াখুঁড়ি করে চারটি পিস্তল ও সাতটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।”
উদ্ধার হওয়া কারখানা-নির্মিত পিস্তলগুলি পরীক্ষার জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। অস্ত্র উদ্ধারের সময় পশ্চিম জেলার এসপি-র সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (আরবান) ধ্রুব নাথ, অমতলী এসডিপিও পারমিতা পাণ্ডে এবং ওসি পরিতোষ দাস।
